উদ্ধার হওয়া গন্ধগোকুল ও বানর লাউয়াছড়ায় অবমুক্ত

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৯

উদ্ধার হওয়া গন্ধগোকুল ও বানর লাউয়াছড়ায় অবমুক্ত

মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে উদ্ধার হওয়া একটি গন্ধগোকুল ও হবিগঞ্জের মার্কুলী এলাকা থেকে উদ্ধার হওয়া একটি বানরসহ মোট দুটি বন্যপ্রাণি কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। সোমবার সকালে লাউয়াছড়ার জানকীছড়ায় প্রাণীগুলো অবমুক্ত করা হয়।

.
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা ওয়াদুদ হোসেন, রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন,বিট কর্মকর্তা আনোয়ার হোসেন, ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার খোকন থৌনাজম প্রমুখ। এরআগে রোববার বিকেলে শ্রীমঙ্গলের কালীঘাট সড়কের রাজরাজেশ্বরী কালীবাড়ির পাশের হরিবল বাবুর বাসার বাঁশঝাড় থেকে প্রাণিগুলো উদ্ধার করে বনবিভাগের কাছে জালাল মিয়া নামের ব্যক্তি তুলে দেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর