ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৯
মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মাইক্রোবাস ও মোটর সাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলের চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ দূর্ঘটনায় মোটরসাইকেলের আরো এক আরোহী আহত হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে মহিলা কলেজের সম্মুর্খে এ দূর্ঘটনাটি ঘটে।
.
নিহতরা হলেন, শ্রীমঙ্গল উপজেলার আশিদুন ইউনিয়নের বিলাসেরপাড় এলাকার বিষ্ণু সরকারের ছেলে বিমল সরকার (১৮) ও একই এলাকার আব্দুল হকের ছেলে আশরাফুর রহমান (২১)। গুরুতর আহত হয়েছে জাকের আহমদ (২১)।
.
শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ সালেক বিষয়টি নিশ্চিত করে জানান, তারা ৩ জনই মোটরসাইকেল যোগে শহর থেকে বাড়ি যাবার পথে মাইক্রোবাসের সাথে মোখমুখী সংর্ঘষে সাইকেলের চালক ও এক আরোহীর মৃত হয় অপরজন গুরুতর আহত হয়েছে। মৃতদেহ দুটি ময়না তদন্তের মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host