ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৯
মৌলভীবাজার সংবাদদাতা : কাতারে বিদ্যুতায়িত হয়ে নিহত মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের জুনেদ আহমদের মরদেহ অবশেষে দেশে পাঠানো হচ্ছে। কাতার এয়ারওয়েজের একটি বিমানে করে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত আড়াইটায় দেশের মাটিতে পৌঁছাবে নিহতের মরদেহ।
.
এ বিষয়ে জুনেদের নিকটাত্মীয় কাতার প্রবাসী জালাল উদ্দীন জানান, কাতারস্হ বাংলাদেশ দূতাবাস ও জালালাবাদ এসোসিয়েশন কাতার এর সভাপতি মোঃ কপিল উদ্দিনের আন্তরিক প্রচেষ্টায় অতিদ্রুত তার মরদেহ দেশে পাঠাতে পারছি। তিনি আরও জানান, দূতাবাস থেকে নিহতের পরিবারকে টেলিফোনে শান্তনা দেওয়া হয়েছে এবং মোঃ কপিল উদ্দিন নিজে টেলিফোনে জুনেদের বাবার সাথে কথা বলেছেন। বুধবার স্থানীয় সময় দুপুর দেড়টায় কাতারের রাজধানী দোহার হামাদ হাসপাতালের মর্গের পাশ্ববর্তী মাঠে জুনেদ এর নামাজে জানাজা অনুষ্ঠিত হয় । উল্লেখ্য, গত ১৩ অক্টোবর কাতারে বিদ্যুতায়িত হয়ে তিনি মারা যান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host