ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৯
স্বপন দেব, মৌলভীবাজার : সরেজমিন গবেষণা বিভাগ সিলেট এর বাস্তবায়নে চলতি মৌসুমে মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট উদ্ভাবিত জাত বারি লাউ-৪ এর বাম্পার ফলন হয়েছে। কুলাউড়া উপজেলার হিংগাজিয়ায় অনুষ্ঠিত বারি লাউ-৪ উৎপাদন শীর্ষক মাঠ দিবসে প্রগতিশীল লাউ চাষি পঞ্চম ভর জানান- আধুনিক প্রযুক্তি এবং সঠিক পরামর্শ দ্রুত দোরগোড়ায় পাওয়ায় এবছর তিনি দুই বিঘা জমিতে লাউ চাষ করে বেশ লাভবান হন এবং প্রতি সপ্তাহে ২০০-২৫০ টি লাউ স্থানীয় বাজারে বিক্রি করছেন।
.
প্রতিটি লাউয়ের মূল্য ৭০-৮০ টাকা। সরেজমিন গবেষণা বিভাগ সিলেট এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাহ্ মোঃ লুৎফুর রহমান জানান- কৃষি জলবায়ু পরিবর্তনশীল তাই গতানুগতিক ধারায় চাষাবাদ নয়, কেবল আধুনিক বিজ্ঞান ভিত্তিক চাষাবাদের মাধ্যমেই ফসলের উৎপাদন বাড়ানো সম্ভব। বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট প্রশিক্ষণের মাধ্যমে চাষাবাদের আধুনিক প্রযুক্তি এবং উন্নত কলাকৌশল সমূহ কৃষকদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে । সিলেট বিভাগের কৃষিতে উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের জীবনমান উন্নয়নের জন্য আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। সিলেটের পাহাড় থেকে হাওর সবখানে আমাদের গবেষণার কার্যক্রম চলমান আছে। এছাড়াও প্রত্যন্ত এলাকার কৃষকেরাও যেনো আধুনিক চাষাবাদ কৌশল সম্পর্কে জানতে ও শিখতে পারে সে জন্য আমরা সদা আন্তরিক ভাবে কাজ চালিয়ে যাচ্ছি। বারমাসি এ জাতের লাউ খুবই সুস্বাদু এবং বাজারে চাহিদাও বেশি। সল্প ব্যায়ে অধিক লাভজনক হওয়ায় বারি লাউ-৪ অত্র এলাকার কৃষকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host