শ্রীমঙ্গলে শিকারির কাছ থেকে পাখি উদ্ধার, হাওরে অবমুক্ত

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৯

শ্রীমঙ্গলে শিকারির কাছ থেকে পাখি উদ্ধার, হাওরে অবমুক্ত

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলের নতুন বাজার এলাকা থেকে রোববার সকালে শিকারির কাছ থেকে একটি সরালি হাঁস উদ্ধার করা হয়েছে। জানা যায়, সকালে শ্রীমঙ্গল নতুন বাজার এলাকায় একজন শিকারী প্রচুর পাখি বিক্রির জন্য নিয়ে আসে। খবর পেয়ে একজন সংবাদকর্মী এবং একজন পরিবেশবাদী ও ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ঘটনাস্থলে পৌঁছে একটি সরালি হাঁস উদ্ধার করেন। তবে ততক্ষনে শিকারী পালিয়ে যায়।

.
এর আগে শনিবার পাত্রখোলা এলাকা থেকে একটি কানি বক ও দুটি লাল রাজ ঘুঘুর (পড়ষষবৎফ ফড়াব) বাচ্চা উদ্ধার করা হয়। রোববার সকালে কানি বক এবং সরালি হাঁসটিকে ক্ষুদে শিক্ষার্থী শ্রেয়ান সিংহ, ঋদ্ধি অনন্ত দূর্বা এবং পেখম পারিজাত এর হাত দিয়ে সবুজবাগ হাইল-হাওরে অবমুক্ত করা হয়। শিশুদের মধ্যে প্রাণ প্রকৃতির প্রতি ভালোবাসা জন্মানোর জন্যই ক্ষুদে এই তিন শিক্ষার্থীদের দিয়ে এগুলোকে অবমুক্ত করা হয়েছে বলে জানান তারা।

.
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক হৃদয় দেবনাথ, পরিবেশবাদী ও ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার খোকন থৌনাউজাম, পরিবেশবাদী সোহেল শ্যাম ও সংবাদকর্মী সুভাষ দাস তপন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর