ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৯
মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারে রোপা আমন (ব্রি ধান-৭৫) ধানের নমুনা শস্য কর্তন অনুষ্ঠান সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) বিকেলে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আজমেরু এলাকায় কৃষক সৈয়দ হুমায়েদ আলী শাহিনের ফসলের মাঠে এ নমুনা শস্য কর্তন করা হয়।
.
নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খামারবাড়ি ক্রপসিং উইং পরিচালক কৃষিবিদ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন খামারবাড়ি ক্রপসিং উইং এর অতিরিক্ত পরিচালক আলিমুজ্জামান মিয়া, সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. শাহজাহান, মৌলভীবাজার কার্যালয়ের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী, জেলা পরিসংখ্যান অফিসার নন্দিতা দেব, সদর উপজেলা কৃষি অফিসার সুব্রত কান্তি দত্ত, শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিসার নিলুফার মোনালিসা সুইটি, নিরাপদ পান উৎপাদন প্রযুক্তি বিষয়ক কর্মসূচী প্রকল্প পরিচালক তরিকুল ইসলাম টুটুল। এ সময় স্থানীয় সংবাদকর্মীরা মাঠে উপস্থিত ছিলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মৌলভীবাজারের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী সংবাদকর্মীদের জানান, এবছর রোপা আমনের আবাদ হয়েছে ১লক্ষ ১শত ৫০ হেক্টর জমিতে। রোপা আমন উৎপাদনের লক্ষ মাত্রা ধরা হয়েছে ২লক্ষ ৭০হাজার ৪শত ৫ মেট্টিক টন চাল। তিনি বলেন, এ মৌসুমে ব্রি ধান-৪৯ সবচেয়ে বেশি চাষ হয়েছে। এছাড়াও চাষ হয়েছে হাইব্রিড, ব্রি-৫৮, ব্রি-৫২ ধান। নতুন ধান ব্রি-৭৫ ভালো হয়েছে। এছাড়াও ব্রি ধান-৭১, ব্রি ধান-১৪ ফলন ভালো হয়েছে। তিনি আরোও বলেন, ব্রি ধান-৭৫ নতুন চাষ হয়েছে। এ ধান ১১০ দিনে ফসল কাটার জন্য উপযোগী হয়ে যায়। ফলে এ জায়গায় অন্য কোন ফসলের চাষ করা সম্ভব হবে। এসব কারণে কৃষকরা এ ধান চাষে আগ্রহী হয়ে ওঠবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host