মালয়েশিয়ায় ১ বাংলাদেশিকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৯

মালয়েশিয়ায়  ১ বাংলাদেশিকে কুপিয়ে হত্যা

ডেস্ক প্রতিবেদন: বাংলাদেশি যুবক আব্দুল্লাহ আল-মামুনকে (৩২) মালয়েশিয়ায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মালয়েশিয়ার স্থানীয় সময় শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৭টার দিকে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
.
নিহত আব্দুল্লাহ আল-মামুন বাংলাদেশের সাতক্ষীরার জেলার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামের মুনসুর আলীর ছেলে। পরিবারের বরাত দিয়ে কৃষ্ণনগর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, মামুন দশ বছর আগে শ্রমিক হিসেবে মালয়েশিয়া যায়। এরই মধ্যে মামুন কয়েক বার বেড়াতে বাড়িতেও এসেছেন। শুক্রবার সন্ধ্যায় বাড়িতে সংবাদ আসে মালয়েশিয়ার একটি দোকানে কর্মরত থাকা অবস্থায় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে। তবে মালয়েশিয়ার কোন স্থানে এ ঘটনা ঘটেছে সেটি জানাতে পারেনি তার পরিবার।
.
কালিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ঘটনাটি বিভিন্ন মাধ্যমে শুনেছি। তবে বিস্তারিত কোন তথ্য আমাদের কাছে নেই। মামুনের পরিবারও থানায় বিষয়টি এখনও জানায়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর