ঢাকা ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৯
স্বপন দেব, মৌলভীবাজার: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট আগমনের শতবর্ষ পূর্তিতে মৌলভীবাজারের কমলগঞ্জে আলোচনা সভা ও সাস্কৃতিক অনুষ্ঠান শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা সদরের আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুল আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সাবেক পরিচালক, ভাষা বিজ্ঞানী ড. সেলু বাছিত। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহম্মদ আলমগীর।
আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা ব্যাংকার মো: সালাহ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান মিঞা, কুলাউড়া ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মো: আব্দুল হান্নান, আজপুর ডিগ্রী কলেজের অধ্যাপক গবেষক ড. রনজিত সিংহ, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, সাংবাদিক ও কথা সাহিত্যিক আকমল হোসেন নিপু, সমাজসেবক ও সাংবাদিক আব্দুল হান্নান চিনু, লেখক-গবেষক আহমদ সিরাজ। সাংবাদিক ও সংস্কৃতিকর্মী শাব্বির এলাহীর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মণিপুরী আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সমরজিত সিংহ, অবসরপ্রাপ্ত উপজেলা সমাজেবা অফিসার সরজিত কুমার পাল, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, এড. মো. সানোয়ার হোসেন, পৌরী সম্পাদক সুশীল সিংহ, কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ, শিক্ষক আজিজুর রহমান চৌধুরী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ মমতা সিনহা প্রমুখ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সাবেক পরিচালক, ভাষা বিজ্ঞানী ড. সেলু বাছিত বলেন, ইতিহাসের বস্তুনিষ্টতায় শ্রীহট্টে রবীন্দ্রনাথ ভ্রমন আমাদের আত্ম-পরিচয় সংকট উত্তরণে যেমন প্রাণবান করেছে, তেমনি আমাদের সাংস্কৃতিক এবং সামাজিক বৈচিত্র্যকে ভারতবর্ষ শুধু নয়, “বিশ্ব সংস্কৃতিকে” উৎকীর্ণ করেছে। শ্রীহট্ট কবিগুরুর সান্নিধ্যে ধন্য হয়েছে যেমন, তেমনি কবি সৃজনশীলতায় সমৃদ্ধ হয়েছেন এই প্রকৃতি, এই নিসর্গ, এই জনমানুষ আর প্রান্তিক সামাজিক বাস্তবতার জীবন বিন্যাস, আর্থিক ও জমি ব্যবস্থাপনায় পল্লী কাঠামোর নৈকট্য বিবেচনায়। এর চেয়ে শ্রীহট্ট মানস ও গণমানুষের মর্যাদাগর্ব আর কি হতে পারে। এছাড়াও সিলেটের প্রশাসনিক কারণে ব্রিটিশ ভারতে আত্ম পরিচয় সংকট উত্তরণে রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রমন ছিল শ্রীহট্টবাসীদের জন্য এক প্রেরণা বিশেষ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host