ঢাকা ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৯
মৌলভীবাজার সংবাদদাতা : বিশিষ্ট চিত্রশিল্পী ও রাজশাহী আর্ট কলেজের প্রভাষক নারগিস পারভিন সোমার সাথে এক সান্ধ্য আড্ডা মণিপুরী সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সংগঠন-পৌরি’র আয়োজনে অনুষ্ঠিত হয়।
গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারাস্থ মণিপুরী সমাজকল্যাণ সমিতির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহম্মদ আলমগীর এবং বিশিষ্ট কবি সৌমিত্র দেব টিটু উপস্থিতিতে এই সান্ধ্য-আড্ডার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট আদিবাসী নেতা এবং পৌরির অন্যতম উপদেষ্টা সমরজিত সিংহ।
পৌরি সম্পাদক সুশীল কুমার সিংহের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ মনিলাল সিংহ, সুজিতা সিংহা প্রমুখ। আড্ডায় মণিপুরী সমাজের বিশিষ্ট সমাজকর্মী, লেখক এবং শিল্পীরা অংশগ্রহণ করেন। আড্ডায় মণিপুরী সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক বিভিন্ন বিষয়ে প্রাণবন্ত আলোচনা হয়। আড্ডায় চিত্রশিল্পী নারগিস পারভিন সোমাকে সংবর্ধনা প্রদান করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host