ঢাকা ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৯
স্বপন দেব, মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নে প্রবাসী সেলিম মিয়ার বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে সোমবার (১৮ নভেম্বর) রাত আড়াইটায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ ডাকাতকে আটক করে।
পুলিশ জানায়, উপজেলার কালামিয়ার বাজার ব্রীজ সংলগ্ন খালি জায়গায় সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়া ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হওয়ার গোপন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ ধাওয়া করে ডাকাত রাজনগর উপজেলার কদমহাটা গ্রামের মোস্তফা মিয়ার ছেলে আহাদ মিয়া (৩৮), পশ্চিমখাস নিজগাঁও গ্রামের সমাই মিয়ার পুত্র বুদন মিয়া বুদন (৩২), পানিসাইল গ্রামের তাহির আলীর পুত্র হাবিজ মিয়া হাফিজ (৩০), হায়পুর গ্রামের আনজব আলীর পুত্র বেলাই ওরফে শাহআলম (৩২) কে আটক করা হয়। এসময় তাদের কাছে ০২টি রামদা, ০১টি তালা ভাঙ্গার সাবল, ০১টি হাতুড়ি পাওয়া যায়।
ডাকাত আহাদ মিয়ার এর বিরুদ্ধে রাজনগর থানা, মৌলভীবাজার সদর ও কুলাউড়া থানায় ৭টি, ডাকাত বুদন মিয়া ওরফে বুদনের বিরুদ্ধে মৌলভীবাজার ও সিলেট জেলার বিভিন্ন থানায় ৬টি, হাবিজ মিয়া ওরফে হাফিজের বিরুদ্ধে রাজনগর, বড়লেখা ও কুলাউড়া থানায় ৬টি, বেলাই ওরফে শাহআলমের বিরুদ্ধে রাজনগর থানায় ৪টি ডাকাতি মামলা রয়েছে।
রাজনগর থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসেম আটকের সত্যতা নিশ্চিত করে জানান, উপরোক্ত ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host