মৌলভীবাজারে তরুণী অপহরণের ঘটনায় ২ জন আটক

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৯

মৌলভীবাজারে তরুণী অপহরণের ঘটনায় ২ জন আটক

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার শহরের সদর হাসপাতালের সামনে থেকে অপহৃত তরুণীকে পুলিশ উদ্ধার করেছে। এ ঘটনার সাথে জড়িত দুই অপহরণকারিকে আটক করেছে পুলিশ। গত রোববার (১৮ নভেম্বর ) সন্ধ্যায় সদর উপজেলার নিতেশ্বর ও গিয়াসনগর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো, সদর উপজেলার নিতেশ্বর গ্রামের তাজুল ইসলামের ছেলে মো: কামাল মিয়া (২৭) ও গিয়াসনগর এলাকার সিদ্দেক মিয়ার ছেলে রুবেল মিয়া (২৮)।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন,বিষয়টি নিশ্চিত করে এ প্রতিনিধিকে জানান, সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিত্তে নিতেশ্বর ও গিয়াসনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে দুই অপরহণকারিদের আটক করা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার (১৬ নভেম্বর) রাত দশটার দিকে ভাগ্নিকে একটি গাড়িতে তুলে দেওয়ার জন্য মামা মৌলভীবাজার সদর হাসপাতালের ফটকে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় একটা প্রাইভেট কার আসে। প্রাইভেট কার ভৈরব বাজারের দিকে যাবে। সেখানে একটি প্রাইভেট কার এসে থামে এবং ড্রাইভার জানায় সে লোকাল যাত্রী নিয়ে যাচ্ছে এ সময় গাড়ির পেছনে যাত্রী বেশে একজন বসা ছিলেন। ৩০টাকা ভাড়া দিয়ে ভাগ্নিকে প্রাইভেট কারে তুলে দেন মামা জহিরুল ইসলাম। ভাগ্নিকে গাড়িতে তুলে দিয়ে মামা হাসপাতালে বোন জামাইয়ের কাছে ফিরে যান। তার কিছু সময় পর মেয়েটির মোবাইল নাম্বার থেকে মামাকে কল করে বলে ‘আমাকে বাঁচাও আমাকে ড্রাইভার নামিয়ে দিচ্ছেনা, আমাকে কোথায় যেন নিয়ে যাচ্ছে’। এ সময় মামাকে লাইনে রেখেই মেয়েটা বলতে থাকে ‘আল্লাহ’র দোহাই আমাকে নামিয়ে দেন, আমার আব্বা হাসপাতালে মারা যাবে যদি আমার কিছু হয়’ এর পরপর লাইন কেটে যায় এবং মেয়েটির মোবাইল বন্ধ হয়ে যায়।

মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম বিষয়টি জেনে সঙ্গে সঙ্গে ভিকটিমের সাথে যোগাযোগ করে যাবতীয় তথ্য সংগ্রহ করেন। মধ্যরাতেই অভিযান শুরু করেন। প্রায় ৩ ঘণ্টার অভিযানে (রাত ৪টার দিকে) কমলগঞ্জ উপজেলায় দেওড়াচরা চাবাগান থেকে মেয়েটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। এ সময় গাড়িটি আটক করেন তবে ৪ জন অপহরণকারী পালিয়ে যায়। এব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৪ জনকে আসামী করে থানায় মামলা (নং-১৪) দায়ের করা হয়েছে।

সর্বশেষ ২৪ খবর