কুলাউড়ায় যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৯

কুলাউড়ায় যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কুলাউড়া প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুলাউড়ায় আনন্দ র‌্যালী ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্প‌তিবার (২১ নভেম্বর) উপজেলা যুবলীগের আয়োজনে কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিকেল ৪টায় আনন্দ র‌্যালী শহর প্রদক্ষিণ করে।
পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের সভাপতি মো. আব্দুস শহীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম সবুজের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি ও জেলা আওয়ামীলীরে সদস্য নাহিদ আহমদ, সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ রেজাউর রহমান সুমন। এছাড়া উপজেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ ২৪ খবর