ঢাকা ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৯
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে ৩৮ বছর ধরে অবৈধ দখলে রয়েছে রেলের শত কোটি টাকার ভূমি। এ নিয়ে কয়েক দফা নামকাওয়াস্তে উচ্ছেদ অভিযান চালালেও উদ্ধার করা যায়নি এক ছটাক ভূমিও। রেলওয়ে বিভাগীয় এস্টেট সূত্রে জানা গেছে, বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন শ্রীমঙ্গল স্টেশন এলাকার ভানুগাছ রোডের পূর্বপাশ সংলগ্ন রূপশপুর মৌজায় জেএল নং-৬৭, খতিয়ান নং-৩, এসএ দাগ-১৭৬১-এ ২৮৭ শতক ভূমি রয়েছে।
জানা গেছে, স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের একাংশের নাম ভাঙিয়ে এক শ্রেণির দখলদার শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় ‘কৃষি নার্সারি প্রকল্প’র নামে ১৩৫ শতক মূল্যবান ভূমি দখলে নিয়ে বাণিজ্যিক প্রতিষ্ঠান নির্মাণ করে। এসব বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে কয়েকশ’ দোকান ঘর বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। রেল সূত্র মতে, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আসলামসহ ৩০ জনের একটি দখলদার চক্র রেলের এই বিপুল পরিমাণ ভূমি অবৈধ দখলে নেয়। ‘কৃষি নার্সারি প্রকল্প’র নামে দখল করা রেলের এই ভূমির বর্তমান বাজার মূল্য প্রায় ৩৫ কোটি টাকারও উপরে বলে জানা গেছে। এছাড়া শহরের শতাধিক প্রভাবশালী একই দাগের ১৫২ শতক ভূমি দখলে নিয়ে গড়ে তুলেছে অভিজাত হোটেল-রেস্তোরাঁ, ফার্নিচার শোরুম, অফিস, চা-পাতার দোকান, সেলুন, হার্ডওয়ার স্টোর, এলপিজি গোডাউনসহ শতাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠান।
সূত্র মতে এই ১৫২ শতক ভূমির বর্তমান বাজার মূল্য প্রায় ৬৫ কোটি টাকা। রেল বিভাগের এসব ভূমি ৩৮ বছর ধরে দখলে নিয়ে কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য করলেও সরকার বছরে লাখ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। দখলদাররা এসব ভূমিতে পাকা স্থাপনা নির্মাণ করে দোকান মার্কেট গড়ে ব্যবসা পরিচালনা করলেও বাইর থেকে বোঝার উপায় নেই এই জমি রেল বিভাগের দখল করা জমি।
ক্রয় সূত্রে রেলের জমির মালিকানা দাবি করে ‘কৃষি নার্সারি প্রকল্প’র অন্যতম দখলদার মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান এ প্রতিবেদককে জানান, তিনি চা বাগানের জনৈক এক শ্রমিকের কাছ থেকে ক্রয় সূত্রে মালিকানা ভোগদখল করছেন। তিনি এ নিয়ে রেল বিভাগের বিরুদ্ধে মৌলভীবাজার আদালতে স্বত্বমামলা করেছেন। এই মামলার নং ও দলিলাদি দেখতে চাইলে হাবিবুর রহমান আদালতে খোঁজ নেয়ার পরামর্শ দেন।
এ ব্যাপারে জানতে চাইলে ২৭ নভেম্বর উচ্ছেদ অভিযানের কথা নিশ্চিত করে বাংলাদেশ রেলের বিভাগীয় এস্টেট অফিসার নজরুল ইসলাম বলেন, উচ্ছেদ অভিযানের প্রোগ্রাম ঠিক করা হয়েছে। সব ঠিক থাকলে যতটুকু করা যায় উচ্ছেদ করা হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host