ঢাকা ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৯
স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় তরুণ সনাতনী সংঘ (টি, এস,এস) উপজেলা শাখার সম্মেলন গত শনিবার সকালে স্থানীয় স্বাধীনতা স্মৃতি সৌধ মাঠে অনুষ্ঠিত হয়েছে। কুলাউড়া উপজেলা শাখার আহবায়ক সুজিত দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টি এস এস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক এডভোকেট প্রিতম দত্ত সজীব, সম্মেলনের শুভ উদ্বোধক করেন টি এস এস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি দীপু কর্মকার, বিশেষ অতিথি ছিলেন সাধারন সম্পাদক জগদীশ দাশ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশালের নজরুল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান প্রফেসার ড. বিজয় ভুষন দাস, অগ্নিবীর কুলাউড়া শাখার সভাপতি ডা: মৃনাল কান্তি সেন , ডা: অরুনাভ দে, ব্যাংকার আশীষ কুমার ধর, প্রেস ক্লাব কুলাউড়ার প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক আমাদের নতুন সময় , আওয়ার টাইম এর জেলা প্রতিনিধি স্বপন কুমার দেব রতন, ব্যাংক কর্মকর্তা অমুল্য কুমার দেব, কবি ভানু পুরকায়স্থ, উপজেলা পূজা উদযাপন পরিষদ সা: সম্পাদক নির্মাল্য মিত্র সুমন প্রমুখ।
.
এছাড়াও বক্তব্য রাখেন টি এস এস মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি গৌরাপদ রায় রাজু, যুগ্ম সম্পাদক পবলু দত্ত জয় এবং টিএসএস’র জেলা ও উপজেলা, ইউনিয়নের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, টি এস এস এমনি একটা সংগঠন যা মানবতার কথা বলে, মানবিক কাজ করে। আর স্বধর্মের সঠিক চর্চাও মাধ্যমে প্রকৃত মানুষ হতে শিখায়। তাই বর্তমান সমাজে টি এস এস এর মতো সংগঠন খুবই প্রয়োজন।
সম্মেলনে জেলা, উপজেলা ও ইউনিয়ন থেকে আগত টি এস এস সদস্য সংখ্যা ছিলো প্রায় ১৫ শত। সম্মেলনে প্রথমে জাতীয় পতাকা ও টি এস এস এর পতাকা উত্তলন, প্রবিত্র গীতা পাঠ, মঙ্গল প্রদীপ জ্বালিয়ে সম্মেলনের কাজ শুরু হয়। পরে বিশাল আনন্দ শুভাযাত্রা কুলাউড়া শহর প্রদক্ষিণ করে সম্মেলনস্থলে এসে মিলিত হয়।
দ্বিতীয় পর্বে অজয় কুমার দাশ কে সভাপতি ও সুজিত দে’ কে সাধারণ সম্পাদক ও বিপুল দাশ’কে সাংগঠনিক সম্পাদক করে কুলাউড়া উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host