ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৯
ডেস্ক প্রতিবেদন :: ব্রিটিশ পার্লামেন্টে পবিত্র আল কোরআন ছুঁয়ে শপথ গ্রহণ করলেন প্রথম হিজাব পরিহিতা এমপি আপসানা বেগম। তিনি বুধবার (১৮ ডিসেম্বর) শপথ গ্রহণ করেছেন। ব্রিটিশ পার্লামেন্টের ৬৫০ জন এমপির মধ্যে অনেক মুসলিম সংসদ সদস্য থাকলেও এবারই প্রথম হিজাব পরিহিতা মুসলিম নারী হিসেবে হাউস অব কমন্সে যাচ্ছেন আপসানা।
.
বাংলাদেশি বংশোদ্ভূত আপসানা বেগমের আদি বাড়ি সিলেটের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌর শহরের ইনাতনগর এলাকায়। পুর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে বেড়ে উঠেছেন তিনি। তার বাবা মরহুম মনির উদ্দিন (ময়না) ছিলেন টাওয়ার হেমলেটসের সিরিমনিয়াল মেয়র। সদ্য অনুষ্ঠিত ব্রিটেনের জাতীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবি হলেও বাবার রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত আপসানা বেগম নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থী শন ওককে প্রায় ২৯ হাজার ভোটের ব্যবধানে হারিয়েছেন।
.
পূর্ব লন্ডনের পপলার অ্যান্ড লাইমহাউস আসন থেকে তিনি প্রথমবারের মতো প্রার্থী হয়ে বিপুল ব্যবধানে জয়ী হয়ে ইতিহাস গড়লেন। যেখানে আপসানার ভোট ছিল ৩৮ হাজার ৬৬০ সেখানে কনজারভেটিভ প্রার্থী শন ওকের ঝুলিতে জমা পড়েছিল মাত্র ৯ হাজার ৭৫৬ ভোট।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host