ঢাকা ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯
ডেস্ক প্রতিবেদন : সমকালীন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় তরুণ মুফাসসির ও ইসলামী স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী আসছেন সদর উপজেলার সরকার বাজারে।
আগামী ০১ জানুয়ারী (বুধবার) সদর উপজেলার ২নং মনুমুখ ইউনিয়নের সরকার বাজার আল-মাহবুব কমিউনিটি সেন্টার সংলগ্ন মাঠে সি.এন.জি শ্রমিক সমিতি কর্তৃক আযোজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে দুপুর বেলা ০২ ঘটিকায় প্রধান আলোচক হিসেবে তিনি বক্তব্য রাখবেন ।
ওয়াজ মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার জেলার দি চেম্বার অব কমার্সের সভাপতি ও বর্তমান সদর উপপজেলা চেয়ারম্যান জনাব কামাল হোসেন।
মিজানুর রহমান আল-আজহারী বর্তমান সময়ে বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা। বাংলাদেশে বৃত্তি ও মেধাতালিকায় স্থান করে নিয়ে দাখিল ও আলিম পাস করে স্কলারশিপ নিয়ে উচ্চ শিক্ষার জন্য তিনি মিশর গমন করেন ।
বিশ্ববিখ্যাত বিদ্যাপীঠ ঐতিহাসিক আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। তারপর মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে এমফিল সম্পন্ন করে বর্তমানে তিনি একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণা করছেন।
ইংরেজি, বাংলা ও আরবিতে সমানভাবে পারদর্শী মিজানুর রহমান আজহারী বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে ইসলামী স্কলার হিসেবে তিনি পরিচিত। তার আগমনকে কেন্দ্র করে জেলার ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ, উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।
সরকারবাজার সিএনজি শ্রমিক সমিতির সভাপতি মশিউর রহমান নয়ন-বলেন, মাহফিল বাস্তবায়নের জন্য ৪ (চার)শতাধিক স্বেচ্ছাসেবক কর্মী ও সিএনজি শ্রমিকদের সমন্নয়ে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
তিনি বলেন আমাদের সমাজের সমস্যাগুলোর একমাত্র সমাধান হলো কোরআন। কোরআনের আলোয় সমাজকে আলোকিত করা গেলে মাদক, সন্ত্রাস, দুর্নীতি, অন্যায়-অপরাধ থাকবে না।
এ ওয়াজ মাহফিল থেকে কোরআনের আলো পেয়ে শিরক, বিদআত, মাদক, সন্ত্রাস, ছিনতাই ও দুর্নীতিমুক্ত হয়ে আমাদের সমাজ আলোকিত হবে এটাই আমাদের প্রত্যাশা।
উক্ত মাহফিলকে সামনে রেখে উপজেলার বিভিন্ন জায়গায় ইতিমধ্যে মাইকিং ও লিফলেট বিতরণ করতে দেখা গেছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host