ঢাকা ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০
কুলাউড়া প্রতিনিধি: অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজুল ইসলাম ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি আজিজুল ইসলামের পিতা এবং কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও জয়চন্ডী ইউপি বিএনপির সাবেক সভাপতি প্রবীণ রাজনীতিবিদ মো. শামছুল ইসলাম আর নেই। ২৩ জানুয়ারি বৃহস্পতিবার ভোর ৬ টা ৪০ মিনিটে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের আবুতালিবপুর নিজ বাড়ীতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ১০২ বছর। শতবর্ষী প্রবীণ ব্যক্তিত্ব শামছুল ইসলাম দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত বিভিন জটিল রোগে ভূগছিলেন। ওইদিন দুপুর আড়াইটায় স্থানীয় আবুতালিবপুর জামে মসজিদ প্রাঙ্গণে জানাযার নামাজ শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয় প্রবীণ রাজনৈতিক শামছুল ইসলামকে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৫ কন্যা ও নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রবীণ রাজনৈতিক শামছুল ইসলামের মৃত্যুতে স্থানীয় গণমাধ্যমকর্মী , রাজনীতিবিদ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host