ঢাকা ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০
মৌলভীবাজার প্রতিনিধি : নানা শ্রেণি-পেশার মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠেছে মেলা প্রাঙ্গণ। আগে থেকেই সাজিয়ে রাখা বইয়ের স্টলের সামনে ভীড় করেন লোকজন। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে মানুষের উপস্থিতি। অনেকেই এসেছে স্কুলের পোশাক পরে। পোশাকের বৈচিত্র্য দেখেই বোঝা যায় এরা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। শিক্ষার্থীরা তাদের পছন্দের বইটি তুলে নিয়েছে হাতে। এসেছেন প্রাথমিক, মাধ্যমিক ও কলেজের শিক্ষকরা। তারা নিজের জন্য, প্রতিষ্ঠানের জন্য কিনে নিয়েছেন বই।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) মৌলভীবাজারের বড়লেখায় বড়লেখা বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণটি ছিল এরকমই বইয়ের ঘ্রাণে প্রাণের মেলায় উৎসব-মুখর। বড়লেখা নজরুল একাডেমি একদিনের এই বইমেলা, বসন্ত ও পিঠা উৎসবের আয়োজন করে।
.
সকালে মেলা উদ্বোধন করেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল একাডেমির সভাপতি দীপক রঞ্জন নন্দী। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও একাডেমির উপদেষ্টা মো. তাজ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূসরাত লায়লা নীরা, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক রত্নদ্বীপ বিশ্বাস, বড়লেখা সরকারি কলেজের অধ্যক্ষ অরুন চক্রবর্তী, জুড়ী টি এন খানম সরকারি কলেজের অধ্যক্ষ অরুন চন্দ্র দাস, জুড়ী শাহ্্ নিমাত্রা কলেজের অধ্যক্ষ জহির রায়হান, বড়লেখা সরকারি কলেজের অধ্যাপক মো. নিয়াজ উদ্দিন, নজরুল একাডেমির উপদেষ্টা জুনায়েদ রায়হান রিপন, উপদেষ্টা ও সাংবাদিক লিটন শরীফ প্রমুখ।
বইমেলা ও বসন্ত উৎসবকে ঘিরে বেশকিছু পিঠার স্টল বসেছে। সেখানেও আগ্রহীরা ভীড় করেছেন। দাঁড়িয়ে পিঠা খেয়েছেন। নিরাপদ সড়ক চাই বড়লেখা উপজেলা শাখাকেও উৎসবে নিরাপদ সড়ক সম্পর্কে সচেতনতা তৈরি করতে প্রচারণা চালাতে দেখা গেছে। সন্ধ্যা পর্যন্ত চলে বইমেলা ও উৎসব।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host