বাহরাইনে বাংলাদেশ সাংবাদিক ফোরামের উদ্যোগে অনুষ্ঠান “শ্যামল মায়া” অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২০

বাহরাইনে বাংলাদেশ সাংবাদিক ফোরামের উদ্যোগে অনুষ্ঠান “শ্যামল মায়া” অনুষ্ঠিত

ডেস্ক প্রতিবেদন : বাহরাইনে বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইন এর উদ্যোগে প্রবাসী বাংলাদেশীদেরকে নিয়ে গণসচেতনতামূলক অনুষ্ঠান “শ্যামল মায়া” অনুষ্ঠিত হয়েছে । রাজধানী মানামার ডেলমন ইন্টারন্যাশনাল হোটেলে নাজমুস সাকিব ও ফয়সাল সাদাদ এর যৌথ সঞ্চালনায় বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইনের সভাপতি বশির আহমদ এর সভাপতিত্বে স্বাগতিক বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সাধারণ সম্পাদক আব্দুল কাদির মজুমদার।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব:) কে.এম.মমিনুর রহমান। গেষ্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন বাহরাইন রয়েল ফ্যমেলির সদস্য শেখ খলিফা বিন সালমান ফাহাদ আল খলিফা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লেবর কাউন্সিলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, বাহরাইন শ্রম মন্ত্রনালয়ের প্রতিনিধি হোসাইন আল হোসাইনী, বাহরাইন ইমিগ্রেশন এর প্রতিনিধি ক্যাপটেন ইউছুফ জামিল, বাংলাদেশ স্কুল বাহরাইনের চেয়ারম্যান ,বোর্ড অব ডাইরেক্টার শাফকাত আনোয়ার , বাংলাদেশ স্কুল বাহরাইনের ভাইস চেয়ারম্যান, বোর্ড অব ডাইরেক্টার ড.মইজ চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলায়াত করেন মোহাম্মদ জুবায়ের হোসেন শাহিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইন এর সাংগঠনিক সম্পাদক সৈয়দ মামুন হোসেন।

সভায় বাহরাইনের আইন কানুনের প্রতি আরো শ্রদ্ধাশীল হওয়া, দেশ থেকে আসার সময় অপরিচিত কারো কোন কিছু বহন না করা এবং ‍যথাযথ ডাক্তারের পরামর্শ পত্র ছাড়া ঔষধ বহন করা থেকে বিরত থাকার আহব্বান জানানো হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন প্রবাসী শিল্পী মুজিবুর রহমান, বাবলু শর্মা, কাঞ্চন দাশ ও বাউল আব্দুল করিম স্মৃতি পরিষদের শিল্পী গন।
নৃত্য পরিবেশন করেন বাংলাদেশ স্কুলের শিক্ষার্থী ও প্রবাসী নৃত্যশিল্পী জয়া দেবী।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর