মৌলভীবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ২লক্ষ টাকা প্রদান

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২০

মৌলভীবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ২লক্ষ টাকা প্রদান

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্ত পিংকী সু ষ্টোরের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ২ লক্ষ টাকার অর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
বুধবার ৪ মার্চ সকাল ১১ টায় মৌলভীবাজার পৌসভার কনফারেন্স রুমে পিংকী ষ্টোরের পরিবারের চাচা প্রণয় চদ্রু দাস মনা ও মেয়ে পিংকী দাস হতে এই চেক তুলে দেওয়া হয়ে। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজমল হোসেন, পৌর মেয়র মো. ফজলুর রহমান, সদর উপজেলা আওয়মীগীগের সভাপতি আকরব আলী, সদর আওয়মীগীগের সাধারণ সম্পাদক সুয়েব আহমদ প্রমূখ।
উল্লেখ্য, মৌলভীবাজারে জুতার দোকানে আগ্নিকান্ডের শিশুসহ একই পরিবারের পাঁচ জন নিহত হন।

সর্বশেষ ২৪ খবর