হোম কোয়ারেন্টিন অমান্য, শ্রীমঙ্গলে চার প্রবাসীকে জরিমানা

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০

হোম কোয়ারেন্টিন অমান্য, শ্রীমঙ্গলে চার প্রবাসীকে জরিমানা

ডেস্ক প্রতিবেদন :: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় হোম কোয়ারেন্টিন শর্ত না মেনে বাইরে ঘুরাফেরা ও অন্যান্য কর্মকাণ্ডে যুক্ত হওয়ায় চারজন প্রবাসীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
.
২১ মার্চ শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই চারজন প্রবাসীকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন।
.
মাহমুদুর রহমান মামুন বলেন, বার বার নির্দেশনা দেওয়ার পরও বিদেশফেরত প্রবাসীরা মানছেন না। বিষয়টি দুঃখজনক উল্লেখ করে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ ২৪ খবর