ঢাকা ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০
মৌলভীবাজার প্রতিনিধি : করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সকল হাটবাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ও ওষুধের দোকান ছাড়া অনান্য ব্যবসা প্রতিষ্ঠান রাত আটটার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের বরাত দিয়ে শহরে মাইকিং করে এই নির্দেশনা দেওয়া হয়।
.
এতে বলা হয়, সম্প্রতি সময়ে বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে এ উপজেলায় প্রায় ১০০ লোককে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। করোনাভাইরাসের বিস্তার রোধে আজ শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ উপজেলার সকল হাটবাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ও ওষুধের দোকান ছাড়া অনান্য দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান প্রতিদিন রাত আটটার মধ্যে বন্ধ করতে বলা হলো। এ আদেশ ভঙ্গকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host