ঢাকা ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০
শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পেঁয়াজ ও চালের বাজারে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় শহরের পাইকারি ও খুচরা দোকানে বেশি দামে পিঁয়াজ ও চাল বিক্রি করা হচ্ছে-এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
.
এর আগে দুপুরে উপজেলা প্রশাসন বাজার মনিটরিং করে আসার পরেও এমন ঘটনা ঘটায় বিষয়টি দুঃখজনক বলে মনে মন্তব্য করেছেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন। পরে শহরের সেন্ট্রাল রোডের বিভিন্ন দোকানে ভোক্তা অধিকার আইনে তিনি অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করেন। অভিযানে সহায়তা করেন র্যাব- ৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক এএসপি মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে র্যাবের একটি টিম।
.
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন বলেন, দুপুরে উপজেলা প্রশাসন বাজার মনিটরিং করে। এ সময় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দকে সাথে নিয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করার জন্য অনুরোধ করা হয়। কিন্তু এর পরও এমন ঘটনা ঘটায় বিষয়টি দুঃখজনক।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host