ঢাকা ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০
বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় করোনার সামাজিক সংক্রমণ ঠেকাতে সেনাবাহিনীর টহল ও সচেতনতামূলক প্রচারণা অব্যাহত রয়েছে। এ সময় পুরাতন হাসপাতাল রোড এলাকার স্পা জেন্টস্ পার্লার-৩ কে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা করা হয়। মঙ্গলবার (৩১ মার্চ) উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে গণসচেতনতা তৈরির লক্ষ্যে দলটি এই টহল ও প্রচারাভিযান চালায়। বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটা পর্যন্ত পৌর শহরের হাজীগঞ্জ বাজারে প্রচারণা করা হয়।
প্রচারণা চলাকালে পৌর শহরের পুরাতন হাসপাতাল রোড এলাকার স্পা জেন্টস্ পার্লার-৩ কে ভ্রাম্যমাণ আদালতে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই প্রতিষ্ঠান সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কাজ করছিল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা। এছাড়া করোনাভাইরাস রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে বিভিন্ন প্রতিষ্ঠানেও প্রচারণা চালানো হয়েছে।
এ সময় সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৫০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. রিয়াজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা, লেফটেন্যান্ট নাজমুস সাকিব, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host