বড়লেখায় টিলাকাটায় দায়ে ১ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০

বড়লেখায় টিলাকাটায় দায়ে ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় টিলা কেটে মাটি পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালত এক ট্রাক্টর মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে। ট্রাক্টর মালিক ছমর উদ্দিন বড়লেখা উপজেলার মহুবন্দ এলাকার মৃত মঈন উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
৩১ মার্চ মঙ্গলবার বিকেলে উপজেলার কেছরিগুল এলাকায় এ অভিযান চালানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্বে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান। এসময় থানার অফিসার ইন-চার্জ মো. ইয়াছিনুল হক উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান বলেন, অবৈধভাবে টিলার মাটি কেটে পরিবহনের দায়ে ওই ট্রাক্টরের মালিককে জরিমানা করা হয়েছে। টিলা কাটা বন্ধে নিয়মিত এধরনের অভিযান চলতে থাকবে।

সর্বশেষ ২৪ খবর