ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৮
নিজস্ব প্রতিবেদন
পাঁচ আসামী আদালতে হাজির না হওয়ায় আবারো পেছেলো সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ। পরে আদালত আগামী ৭ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজাউল করিম সাক্ষ্যগ্রহণের নতুন এই তারিখ ধার্য্য করেন।
ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর জানান, কিবরিয়া হত্যা মামলার আসামী সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছসহ ৯ আসামী বৃহস্পতিবার আদালতে হাজির হন।
কিন্তু কারান্তরীণ আসামী লূৎফুজ্জামান বাবর এবং জামিনে থাকা আসামী আবদুল কাইয়ূম, জয়নাল আবেদীন ও মুমিনুল ইসলাম আদালতে অনুপস্থিত ছিলেন।
তিনি জানান, এমতাবস্থায় সকল আসামী আদালতে হাজির না হওয়ায় বিচারক সাক্ষ্যগ্রহণ থেকে বিরত থেকে নতুন তারিখ ধার্য্য করেন। আলোচিত এই মামলার ১৭১ জন সাীর মধ্যে ইতোমধ্যে ৪৩ জন সাীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।
প্রসঙ্গত, ২০০৫ সালে হবিগঞ্জের বৈদ্যের বাজার এলাকায় জনসভা শেষে গ্রেণেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়াসহ ৫ জন, আহত হন অন্তত ৪৫ জন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host