ঢাকা ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২১
কুলাউড়া প্রতিনিধি
কুলাউড়া পৌরসভা নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে ভোট পুনর্গননার দাবি জানালেন তিন মেয়র প্রার্থী।
সোমবার বর্তমান মেয়র নারিকেল গাছ প্রতীকের প্রার্থী আলহাজ্ব শফি আলম ইউনুছ পৌর মিলনায়তনে, ধানের শীষের প্রার্থী কামাল আহমদ জুনেদের পক্ষে বিএনপি কার্যালয়ে ও স্বতন্ত্র প্রার্থী জগ প্রতিকের মো. শাজান মিয়া তাঁর নিজ বাসভবনে পৃথক সংবাদ সম্মেলন করে তাঁরা এ দাবি জানান।
বর্তমান মেয়র শফি আলম ইউনুছ বলেন, কুলাউড়ার ইতিহাসে তাঁর জীবদ্দশায় স্থানীয় নির্বাচনে দিন দুপুরে এমন ভোট জালিয়াতি ও ব্যালট ছিনতাই করে জোঁরপূর্বক ভোট প্রদান করে কেউ বিজয়ী হতে দেখেননি। সাধারণ জনগণ এই পৌর নির্বাচনের ফলাফল প্রত্যাখান করেছেন। তিনি অবিলম্বে ভোট পুনর্গননার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
ধানের শীষের প্রার্থী কামাল আহমদ জুনেদের পক্ষে উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা গণমাধ্যমকে জানান, পুলিশ ও ছাত্রলীগ বাহিনী পেশি শক্তি দিয়ে বিএনপির নিশ্চিত জয় ছিনিয়ে নিয়েছে। আমরা এ ফলাফল প্রত্যাখান করে পাশপাশি পুনরায় রি-নির্বাচনের দাবি জানাচ্ছি।
জগ প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মো. শাজান মিয়া তাঁর নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবি করেন তার নিশ্চিত বিজয় ছিনিয়ে নিয়েছে ছাত্রলীগ বাহিনী। উপজেলা ছাত্রলীগের সম্পাদক রুমেল তার ভাই সাবেক সম্পাদক রুবেল, স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল ও ছাত্রলীগ নেতা মিজান বাহিনী ভোটের দিন প্রকাশ্যে প্রভাব বিস্তার করে ব্যালট ছিনিয়ে ৭ টি কেন্দ্রে জোর পূর্বক নৌকায় শীল দেয়। রুমেলকে পুলিশ হাতেনাতে ধরে হাতকড়া লাগালেও কোন অদৃশ্য কারণে প্রায় ১৫ মিনিট পর তাকে পুলিশ আবার ছেড়ে দেয়।
এরপর সে তার বাহিনী নিয়ে অন্যান্য কেন্দ্রে গিয়ে প্রকাশ্যে নৌকায় জাল ভোট দেয়। এভাবে যদি জাল ভোট হয় তাহলে আমরা প্রবাস থেকে এসে কখনো প্রার্থী হতাম না। আমার নিশ্চিত বিজয়কে হারিয়ে উল্টো ১৫৩ ভোটে নৌকাকে জয়ী দেখানো হয়েছে। যা কুলাউড়া পৌরবাসী মেনে নিতে পারছেন না। তিনিও এ নির্বাচন বাতিল করে শীঘ্রই ঢাকা নির্বাচন কমিশনে নিয়ে ভোট পুনর্গননার জোর দাবি জানান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host