ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৮
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আয়োজিত সাত দফা ও পাঁচ দফা দাবি আদায়ে আগামীকাল শুক্রবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বিভাগীয় প্রতিনিধি সভা সফলে এক প্রস্তুতি সভা বুধবার বন্দরবাজারস্থ ব্রহ্মমন্দিরে পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেবের পরিচালনায় সভায় বক্তারা বলেন, দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ও অস্তিতের প্রশ্নে ঢাকার সোহরাওয়াদী উদ্যানে সমাবেশে ঘোষিত ঐতিহাসিক সাত দফা ও পাঁচ দফা দাবি আদায়ে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তারা বলেন, স্বাধীনতা পরবর্তী সময় থেকে অদ্যাবদি পর্যন্ত নানাভাবে দেশের সংখ্যালঘু সম্প্রদায় নির্যাতন-নিপিড়ন সহ্য করছে। স্বাধীনতার মূল্যবোধ সমঅধিকার সমমর্যাদা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই নিপিড়ন বন্ধ করা যাবে না।
আগামীকাল শুক্রবার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশ গুপ্তের উপস্থিতিতে বিভাগীয় প্রতিনিধি সভা সফলে সকলের অংশগ্রহণ কামনা করেন উপস্থিত নেতৃবৃন্দ।
সভায় আলোচনায় অংশ নেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নিরঞ্জন কুমার দে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব, ট্রাইভেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশসের সভাপতি দানেশ সংমা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সহ-সভাপতি মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন, জেলা ঐক্য পরিষদ নেতা তপন মিত্র, জেলা পূজা পরিষদেও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, জেলা পূজা উদযাপন পলিষদ নেতা সুদিপ দেব, তপন পাল, জি.ডি রুম, মনমোহন দেব নাথ, রবিন জহর দাস, সুপেম চন্দ্র পাল, ধনেষ দেব, বিজয়, উত্তম ঘোষ, উইলসন গ্রে, নিরেশ দাস, বিধান পাল, বিলয় দাস, মিধু বৈদ্য, নিরজন চন্দ্র চন্দ, উত্তম ঘোষ, ভৈরব দেবনাথ, মনজিৎ রানা প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host