ঢাকা ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২২
কমলগঞ্জ প্রতিনিধি
স্বামীর নির্যাতন ও মিথ্যা পরকিয়া অপবাদ সইতে না পেরে মৌলভীবাজারের কমলগঞ্জে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জালালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্বামী মো. নুরুজ্জামান(৩০) মিথ্যা অপবাদ দেওয়ায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন মর্মে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। নিহতের পিতা বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার দায়ে জামাতাকে অভিযুক্ত করেছেন।
নিহতের নাম মোছা. শারমিন আক্তার চৌধুরী(২০)। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার হরিধরপুর এলাকার কালাভরপুর গ্রামের নুরুল আমিন চৌধুরীর মেয়ে।
অভিযোগ সূত্রে জানা যায়, বিগত ১১ অক্টোবর ২০২১ সালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার জালালিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. নুরুজ্জামানের সাথে পারিবারিকভাবে বিবাহ হয় শারমিনের। এরপর থেকে বিভিন্ন সময় যৌতুকের দাবিতে তাকে নির্যাতন করতেন স্বামী নুরুজ্জামান। শুধু তাই নয়, বিয়ের পর থেকে মৃত্যুর আগঅবধি পর্যন্ত তিনি স্ত্রীকে সব রকম ভরণপোষণ থেকে বঞ্চিত রাখেন মর্মে অভিযোগে উল্লেখ করেন শারমিনের পিতা নুরুল আমিন চৌধুরী।
তিনি বলেন, ‘কারণে-অকারণে বিভিন্ন অজুহাত এনে আমার মেয়েকে নির্যাতন করতো জামাতা নুরুজ্জামান। বিয়ের পর থেকে সে স্ত্রীর ভরণপোষণ দেয়নি। উল্টো আমার মেয়ের কাছে যৌতুক দাবি করতো। দিতে না পারলে বিভিন্ন যুবকের নামের সাথে আমার মেয়ের নাম জড়িয়ে পরকিয়ার গুজব ছড়াতো। তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। মেয়ে সব সময় তার মাকে এসব বিষয়ে অবগত করতো। কিন্তু লোক লজ্জার ভয়ে ও মেয়ের সংসারের দিক চিন্তা করে মেয়েকে নিরবে সহ্য করার পরামর্শ দিতেন আমার স্ত্রী। ঘটনার দিন রাতেও সে আমার মেয়ের উপর নির্যাতন চালিয়েছে। তার উপর মিথ্যে অপবাদ দিয়েছে। মেয়ে বাড়িতে ফোন করে তার মাকে জানিয়েছে। আমার মেয়ে স্বামীর দেওয়া সেই মিথ্যা অপবাদ সইতে না পেরে আত্মহত্যা করেছে। সে আমার মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। আমি এর বিচার চাই।’
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে স্ত্রীর উপর পরকিয়ার অভিযোগ এনে মারধর করেন নুরুজ্জামান। এসময় তিনি বার বার স্ত্রীকে ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। আশপাশের লোকজন জড়ো হয়ে গেলে তাদের সামনেই তিনি এমন আচরণ করেন। ‘আমার ঘর ছেড়ে নাগরের বাড়িতে গিয়ে ঘর-সংসার কর নয়তো বিষ খেয়ে মর’ বলে স্ত্রীর ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করেন। হাত জোড় করে বার বার নিজেকে নির্দোষ দাবি করে ক্ষান্ত হয়ে যাওয়া শারমিন লোকদের সামনে বড্ড অপমান বোধ করেন। সেই অপমান আর মিথ্যে অপবাদ সইতে না পেরে দিবাগত রাত অনুমান সাড়ে ১২টার দিকে নিজ গৃহে বৈদ্যুতিক পাখার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনার সময় স্বামী ঘরে ছিল না। সে বউকে পিটিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে বাইরে গেলে ফাঁকা ঘরে তিনি আত্মহত্যা করেন।
তারা বলেন, নুরুজ্জামান খুব বখাটে। আয় রোজগার যা করে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সব নষ্ট করে ফেলে। হাতে পয়সা না থাকলেই যৌতুকের জন্য স্ত্রীকে মারধর করে। এলাকার সব বাজে যুবকরাই তার বন্ধু। স্থানীয় বাজারসহ বিভিন্ন নিরাপদ স্থানে তাদের আস্তানা রয়েছে। সেখানে বসে বিভিন্ন রকম জুয়া খেলে ও নেশা পান করেই সময় কাটে তাদের।
এব্যাপারে জানতে চাইলে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়ে তা রেকর্ড করা হয়েছে। আত্মহত্যার প্ররোচনার দায়ে আসামি নুরুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host