বড়লেখায় ছাত্র অধিকার পরিষদের দোয়া ও ইফতার

প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৫

বড়লেখায় ছাত্র অধিকার পরিষদের দোয়া ও ইফতার

বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় ঐক্য, সম্প্রীতি ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বড়লেখা উপজেলা শাখার আয়োজনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় বড়লেখার জিম্মি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাহবুবুল আলম। সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার দপ্তর সম্পাদক রেজাউল করিম এবং সঞ্চালনায় ছিলেন ফরহাদ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুব অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি নাজমুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সাবেক সভাপতি মাহবুবুর রহমান রুমেল, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র জমিয়ত, ছাত্র মজলিসসহ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি মাহবুবুল আলম বলেন, বাংলাদেশ এক সোনালী স্বপ্ন নিয়ে স্বাধীন হয়েছিল। একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মর্যাদাশীল রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখেছিল। কিন্তু দুঃখের বিষয় আজও আমাদের তরুণ প্রজন্ম ন্যায়বিচার, শিক্ষা, কর্মসংস্থান ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। ইতিহাস সাক্ষী- ছাত্রসমাজই প্রতিবার বড় পরিবর্তনের অগ্রদূত হয়েছে। হোক তা ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ কিংবা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। আজও দেশ এক সংকটময় মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থা, বেকারত্ব, দুর্নীতি ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে আমাদের সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে।
তিনি বলেন, আমাদের উপজেলায় বিভিন্ন ছাত্র সংগঠন রয়েছে, যাদের উদ্দেশ্য একটাই- ছাত্রদের অধিকার রক্ষা করা, শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া। তাই দল-মত নির্বিশেষে আমাদের এক হয়ে কাজ করতে হবে। বিভেদ ভুলে, একে অপরের প্রতি সম্মান রেখে, আমরা যদি একসঙ্গে কাজ করি, তবে অবশ্যই পরিবর্তন আনতে পারবো। আমি আজ এই মঞ্চ থেকে উপজেলার সকল ছাত্র সংগঠনের নেতাকর্মীদের এই আহ্বান জানাই।
ইফতারের পূর্বে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ছাত্র জমিয়ত বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ তায়্যিব।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মাহবুবুল আলমকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ ২৪ খবর