ঢাকা ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৫
কুলাউড়া প্রতিনিধি
মৌলভীবাজার জেলার কুলাউড়ায় এসএসসি ৯৪ ব্যাচের উদ্যোগে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৮ টায় স্থানীয় এক রেস্তোরাঁয় এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এসএসসি ৯৪ ব্যাচের সহপাঠী তুতিউর রহমান তুতিকে সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান সমন্বয়ক শাহীন আহমেদসহ ব্যাচের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাওসার আহমেদ নিপার, ছাদিকুর রহমান ছাদিক, মাইনুদ্দিন, মাছুম আফজাল, সামছু খান, সামছুর রহমান সমছু, তুতিউর রহমান তুতি, তাজুল ইসলাম, মিছবাউর রহমান মিছবা, এনামুল ইসলাম এনাম, কাজল আহমেদ, সুধাংশু বৈদ্য, রায়হান আহমেদসহ আরও অনেকে।
আয়োজকরা জানান, এই পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে পুরোনো বন্ধুদের মধ্যে সৌহার্দ্য ও সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। ভবিষ্যতেও এমন আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে আলোচনা, স্মৃতিচারণ, নৈশভোজের আয়োজন করা হয়, যা উপস্থিত সকলের জন্য স্মরণীয় হয়ে থাকবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host