ঢাকা ২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, এপ্রিল ২০, ২০২৫
বিজয়ের কণ্ঠ ডেস্ক
“বঙ্গবন্ধু ফাউন্ডেশন” (সরকারি নিবন্ধন ২২৪০১৫) সিলেটের ওসমানীনগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ বিদেশে বসে দেশের অর্নবর্তিকালীন সরকার সহ দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিভিন্নভাবে সমালোচনা করেছেন প্রতিনিয়ত। তার ফেইসবুক স্ট্যাটাসে এলাকায় চলছে নানা আলোচনা সমালোচনা। যার ফলে যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের সংঘাত। এলাকা বাসীর দাবি সেলিম আহমদ কে দেশে এনে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
জুলাই আন্দোলনের বিরুদ্ধে ছিল সেলিম আহমদ, ফেইসবুকে লেখালেখি করেছেন ছাত্রদের বিরুদ্ধে। যার কারনে সাধারণ শিক্ষার্থীরাও তার উপর ক্ষিপ্ত।
সেলিম আহমদ এর নিজস্ব ফেইসবুক আইডির স্ট্যাটাস…
বর্তমানে বাংলাদেশ এক গভীর ষড়যন্ত্রের মুখোমুখি। জামাত-শিবির, বিএনপি এবং ইউনূস সরকার একত্রিত হয়ে দেশে লুটপাট, অরাজকতা ও সন্ত্রাসবাদ ছড়িয়ে দিচ্ছে। এরা রাষ্ট্রবিরোধী অপকৌশল ও ভুয়া তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করছে, গণতন্ত্রকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। বিভিন্ন মিডিয়া হাউজ দখল, সাংবাদিকদের চাকরিচ্যুতি, ভিন্নমতের ওপর দমন-পীড়ন চালিয়ে এরা দেশে ভয়ের পরিবেশ তৈরি করছে। এই চক্রটির উদ্দেশ্য একটাই—দেশকে অস্থির করে দিয়ে নিজেরা ক্ষমতায় যাওয়ার পথ তৈরি করা।
ড. ইউনূসের ছত্রছায়ায় পরিচালিত এই মহাসন্ত্রাসী পরিকল্পনায় বিএনপি ও জামাতের পুরনো কৌশল নতুন রূপে ফিরে এসেছে। তারা মিডিয়া, অর্থনীতি এবং প্রশাসনের বিভিন্ন স্তরে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে চলেছে। এতে দেশের সার্বভৌমত্ব, শান্তি এবং উন্নয়ন চরমভাবে হুমকির মুখে পড়েছে। সরকারবিরোধী এই গোষ্ঠীর মূল লক্ষ্য শেখ হাসিনার নেতৃত্বাধীন উন্নয়নশীল বাংলাদেশকে থামিয়ে দেওয়া। জনগণকে এখন ঐক্যবদ্ধ হয়ে এই দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। নয়তো সামনে অপেক্ষা করছে অন্ধকার, বিশৃঙ্খলা ও একটি ব্যর্থ রাষ্ট্রের ইতিহাস।
ওসমানীনগর উপজেলা বিএনপির একাধিক সস্য বলেন,, সেলিম আহমদ দেশে থাকতে আওয়ামীলীগ করতো, দেশে তাকতেও বিভিন্ন সমস্যার সৃষ্টি করেছে। গত ৫ ই অগাস্টের পর থেকেই আবার শুরু করেছে নানারকম স্ট্যাটাস। তার এরকম লেখালেখির কারনে এলাকায় রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে বিরুপ প্রতিক্রিয়া।
তবে সেলিম আহমদ এর স্বজনদের অভিযোগ, সেলিম আহমদ আওয়ামী রাজনৈতির সাথে জড়িত থাকার কারনে গত ৫ই আগস্ট সেলিম আহমদকে বাড়িতে না পেয়ে বাড়ির দরজা-জানালা ভাঙচুর, লুটপাট ও তাণ্ডব চালায় বিএনপির নেতাকর্মীরা। এতে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। একই সাথে তার বাবা কদরিছ আলী প্রানের মায়ায় আত্মগোপনে রয়েছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host