ঢাকা ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৫
বিশেষ প্রতিনিধি, সুনামগঞ্জ
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় কৃষিবান্ধব পরিবেশ সৃষ্টি ও সেচ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে গজারিয়া খাল পুন:খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার ফেনারবাঁক ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খনন কার্যক্রমের উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “হাওরাঞ্চলের কৃষি ও কৃষকের উন্নয়নে জলাশয় এবং খাল পুন:খনন অপরিহার্য। গজারিয়া খালটি খনন করা হলে এলাকার জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি সেচ সুবিধার ব্যাপক প্রসার ঘটবে, যা স্থানীয় বোরো ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো), সুনামগঞ্জের বাস্তবায়নে এই প্রকল্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাউবো-র নির্বাহী প্রকৌশলী মো: মামুন হাওলাদার ও সহকারী কমিশনার গোলাম সাকিব খান। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সুজন (সুশাসনের জন্য নাগরিক) সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি জনাব নুরুল হক আফিন্দী এবং ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব কাজল চন্দ্র তালুকদার।
খনন কার্যক্রম উদ্বোধনের পর জেলা প্রশাসক উপস্থিত স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রস্তাবিত ‘গণভোট’ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে বক্তব্য রাখেন। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণই হলো মূল শক্তি। আসন্ন নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং নাগরিক অধিকার রক্ষায় সকলকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক কৃষক ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন। স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে পলি জমে ভরাট হয়ে থাকা এই খালটি খনন করার ফলে তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host