ঢাকা ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগরের মোগলাবাজার থানার গোটাটিকর থেকে মো. বাবুল হোসেন (৩৮) নামের একজনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
রবিবার (২৮ ডিসেম্বর) রাত সোয়া ১২টার দিকে (শনিবার দিবাগত রাত) গোটাটিকরের মসজিদ কলোনি রোডের নার্সিং ইনস্টিটিউট এর সামনা থেকে তাকে আটক করা হয়।
বাবুল জকিগঞ্জের ব্রাহ্মণগ্রামের হাতিডহর গ্রামের মৃত জবেদ আলী ও মোছা. রুশনা বেগমের ছেলে।
আটকের সময় তার কাছ থেকে ২১ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২০৪০ টকা জব্দ করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host