পুলিশের উপর হামলার ঘটনায় র‌্যাবের হাতে অভিযুক্ত গ্রেফতার

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৫

পুলিশের উপর হামলার ঘটনায় র‌্যাবের হাতে অভিযুক্ত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর মনোহরদীতে স্কুলছাত্রকে বেআইনিভাবে আটক ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় র‌্যাব-৯ এবং র‌্যাব-৩ এর যৌথ অভিযানে অবশেষে এজাহারনামীয় এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক পৌণে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন আখাউড়া বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি- আলামিন (২৮)। তিনি নরসিংদী জেলার মনোহরদী থানার চরমান্দালিয়া এলাকার করম আলীর ছেলে।

ঘটনার বিবরণ উল্লেখ করে র‌্যাব জানায়, ভিকটিম রিফাত (১৭) নরসিংদী জেলার মনোহরদী থানাধীন উত্তর চরমান্দালিয়া এলাকার বাসিন্দা। ভিকটিমের মাতা গত ১২ এপ্রিল ২০২৫ তারিখে মনোহরদী থানার রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ করেন যে, আগের দিন ১১ এপ্রিল রাত আনুমানিক ১০টা ৩০ মিনিট থেকে তার ছেলেকে স্থানীয় কয়েকজন ব্যক্তি একটি বাড়িতে আটক করে রেখেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে একটি ঘরের ভেতর তালাবদ্ধ অবস্থায় স্কুলছাত্র রিফাতকে দেখতে পায়। উপস্থিত লোকজনদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, ভিকটিম তার প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিরা তাকে আটক করে রাখে। পুলিশ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় ভিকটিমকে উদ্ধারের চেষ্টা করলে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিরা বেআইনি জনতায় সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত অবস্থায় পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে একজন পুলিশ সদস্য গুরুতর আহত হন এবং হামলাকারীরা ভিকটিমকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নরসিংদী জেলার মনোহরদী থানায় একটি মামলা দায়ের করে। মামলাটি দায়ের হয় পেনাল কোড ১৮৬০ এর ৩৪২/১৪৩/১১৪/৩৩২/৩৩৩/৩০৭/৩৭৯ ধারায় (মামলা নং-০৬, তারিখ-১৩/০৪/২০২৫)। মামলার পর থেকেই আসামিদের গ্রেফতারে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং র‌্যাব-৩, ঢাকার একটি যৌথ আভিযানিক দল শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক পৌণে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন আখাউড়া বড়বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ওই মামলার এজাহারনামীয় ৩ নম্বর পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর