ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচিতে চৌহাট্টায় তীব্র যানজট

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৫

ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচিতে চৌহাট্টায় তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক
আধিপত্যবাদবিরোধী আন্দোলনে শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে সিলেটে সর্বাত্মক অবরোধ পালন করা হচ্ছে। ফলে সিলেট নগরের চৌহাট্টা ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ২টায় নগরের চৌহাট্টা পয়েন্টে ইনকিলাব মঞ্চ সিলেট জেলা শাখা ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হচ্ছে। এতে করে চৌহাট্টা এলাকায় বিশাল যানযট সৃষ্টি হয়েছে এবং ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষজন।

সরেজমিনে দেখা যায়, নগরের চৌহাট্টা থেকে বন্দরবাজার, নয়াসড়ক, রিকাবীবাজার ও আম্বরখানা রোডে যানজটের সৃষ্টি হয়। দীর্ঘসময় যানজট থাকায় ভোগান্তিতে পড়নে সাধারণ মানুষজন।

এদিকে, অবরোধ কর্মসূচির ফলে সৃষ্টি হওয়া জ্যামে বিপিএলের রাজশাহী ওয়ারিয়র্স এর টিম বাস আটকা পরে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর