ঢাকা ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
আধিপত্যবাদবিরোধী আন্দোলনে শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে সিলেটে সর্বাত্মক অবরোধ পালন করা হচ্ছে। ফলে সিলেট নগরের চৌহাট্টা ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ২টায় নগরের চৌহাট্টা পয়েন্টে ইনকিলাব মঞ্চ সিলেট জেলা শাখা ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হচ্ছে। এতে করে চৌহাট্টা এলাকায় বিশাল যানযট সৃষ্টি হয়েছে এবং ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষজন।
সরেজমিনে দেখা যায়, নগরের চৌহাট্টা থেকে বন্দরবাজার, নয়াসড়ক, রিকাবীবাজার ও আম্বরখানা রোডে যানজটের সৃষ্টি হয়। দীর্ঘসময় যানজট থাকায় ভোগান্তিতে পড়নে সাধারণ মানুষজন।
এদিকে, অবরোধ কর্মসূচির ফলে সৃষ্টি হওয়া জ্যামে বিপিএলের রাজশাহী ওয়ারিয়র্স এর টিম বাস আটকা পরে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host