শনিবার বিদ্যুৎ থাকবে না নগরের যেসব এলাকায়

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৬

শনিবার বিদ্যুৎ থাকবে না নগরের যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক
ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন মেরামত সংস্কার ও উন্নয়ন এবং গাছপালার শাখা-প্রশাখা কাটার জন্য শনিবার (৩ জানুয়ারি) সিলেট মহানগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নগরীর শাহজালাল উপশহরের ব্লক- এইচ, আই, ই, এফ, জি, ডি, স্প্রিং টাওয়ার, ইন্ডিয়ান হাইকমিশন, পুলিশ কমিশনার কার্যালয় এবং আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে সাট-ডাউন চলাকালে বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য এবং নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষনিক বিদ্যুৎ সরবরাহ করা হবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগীতা চেয়েছেন প্রকৌশলী আব্দুর রাজ্জাক।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর