সিলেট-তামাবিল সড়কে ট্রাক চাপায় কিশোরী নিহত

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৯

সিলেট-তামাবিল সড়কে ট্রাক চাপায় কিশোরী নিহত

নিজস্ব প্রতিবেদন
সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার সারীঘাট উত্তরপাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় এক কিশোরী নিহত হয়েছে।
জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৪টায় সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার সারীঘাট উত্তরপাড় এলাকায় মোটরসাইকেলে ভাবী স্বামীর সাথে বাড়িতে যাচ্ছিলেন ঐ কিশোরী। যাওয়ার পথে অসাবধানতা বশতঃ মটর সাইকেলের চাকার সাথে পরনের কাপড় পেচিয়ে গেলে পড়ে যায় সে।

তখন মটর সাইকেলের পিছনে থাকা জাফলং থেকে ছেড়ে আসা সিলেটমুখী দ্রুতগামী ট্রাক (কুষ্টিয়া-ট-১১-২৫৮৭) তাকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যায় সে। নিহত কিশোরী জৈন্তাপুর উপজেলার চইতাগুল আগফৌদ গ্রামের সিদ্দেক মিয়ার মেয়ে শিপা আক্তার(১৬)। নিহত শিপা আক্তার সারীঘাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিল।

এ দিকে ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাক আটক করে এবং সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে। ঘটনার সংবাদ পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
জৈন্তাপুর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- ঘাতক ট্রাক আটক করা হয়েছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর