ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৯
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার ভোট কেন্দ্রে আনসার-ভিডিপি সদস্যদের ব্যবহৃত তুরস্কের তৈরী শর্টগান আগ্নেয়াস্ত্র জমা দেয়ার কাজ পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় আনসার-ভিডিপি রেঞ্জ পরিচালক সারাওয়ার জাহান চৌধুরী। ৩০ জানুয়ারী বুধবার শ্রীমঙ্গলস্থ কালাপুর ২নং আনসার ব্যাটালিয়ান পরিদর্শন করেন।
২নং আনসার ব্যাটালিয়ানের পরিচালক ও মৌলভীবাজার আনসার-ভিডিপি জেলা কমান্ড্যান্ট মুহাম্মদ দেলোয়ার হোসেন রেঞ্জ পরিচালককে সংবর্ধনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আনসার-ভিডিপি কমান্ড্যান্ট মোঃ ফখরুল আলম, সার্কেল অ্যাডজুট্যান্ট মোহাম্মদ মিজানুর রহমান ভূইয়া।
বিভাগীয় পরিচালক সারাওয়ার জাহান চৌধুরী ব্যাটালিয়ন সদর দপ্তরে বিভিন্ন কর্মকাণ্ড, আন্তঃ ভলিবল খেলা, নবনির্মিত পাকা মসজিদ পরিদর্শন করেন।
সারাওয়ার জাহান চৌধুরী ব্যাটালিয়ান প্লাটুন কমান্ডরসহ বিভিন্ন পদবীর ব্যাটালিয়ন আনসারদের উদ্দেশ্যে বলেন, স্বাস্থ্য পরিচর্যায় সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়ম, খেলাধুলা ও পুষ্টিকর খাদ্য গ্রহণ, পরিষ্কার পরিচ্ছন্নতা প্রতি যতœশীল ও পরস্পরে সহনশীলতা, ধৈর্য্য সহকারে শৃঙ্খলার সাথে কাজ করার পরামর্শ দেন। এর আগে তিনি মৌলভীবাজার, জগন্নাথগঞ্জ আনসার-ভিডিপির স্থাপনা নবনির্মিত প্রাচীর, পুকুর, গাছপালা পরিদর্শন করেন। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host