কুলাউড়ায় এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৯

কুলাউড়ায় এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

ডেস্ক প্রতিবেদন
কুলাউয়ায় নকল করার দায়ে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী সুমাইয়া শারমীন শুভাকে বহিস্কার করা হয়। উপজেলার নবীন চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে প্রধান শিক ও কেন্দ্র সচিব মো. আমির হোসেন তাকে বহিস্কার করেন।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদিউর রহিম জাদীদ।

জানা যায়, ইংরেজি প্রথমপত্রের পরীা চলাকালীন ওই ছাত্রী নকল করে পরীা দিচ্ছিল। নকলসহ হাতেনাতে ধরে তাকে কাস থেকে প্রধান শিকের কক্ষে নিয়ে রাখা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদিউর রহিম জাদীদ এবং হল পরিদর্শকদের উপস্থিতিতে তাকে বহিস্কার ঘোষণা করা হয়।

নবীন চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব আমির হোসেন জানান, বহিষ্কারাদেশপ্রাপ্ত পরীার্থী সুমাইয়া শারমীন শুভা কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিউর রহিম জাদীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, হল পরিদর্শণে গেলে নবীনচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব নকলের বিষয়ে তাকে অবহিত করেন। পরে হল পরিদর্শক ও আমার উপস্থিতিতে তাকে বহিস্কার করা হয়। ছাত্রীটির ভবিষ্যতের কথা চিন্তা করে তার অভিভাবকদের পরীা কেন্দ্রে এনে বুঝানো হয়েছে, যাতে করে তারা ছাত্রীকে কোনভাবেই বকা-ঝকা না করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর