ঢাকা ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৮
ডেস্ক প্রতিবেদন
নবনিযুক্ত সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে সরকার প্রাইভেট সেক্টরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি আরো বলেন, দেশের অর্থনীতিতে ব্যবসায়ীদের অবদান সব থেকে বেশী। তাই ব্যবসায়ীদের প্রতি বিশেষ দৃষ্টি রাখা প্রশাসনের দায়িত্ব ও কর্তব্য। সিলেটের পাহাড়, নদী ও সারি সারি পাথর পর্যটন খাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। তিনি এই পাহাড়, নদী ও পাথর-কে কাজে লাগিয়ে সিলেটের পর্যটন শিল্পকে এগিয়ে নেওয়ার আহবান জানান। তিনি সিলেট চেম্বারের বিভিন্ন কার্যক্রমের ভূঁয়সী প্রশংসা করেন এবং সিলেটের ব্যবসায়ীদের কল্যাণে তার পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সোমবার বিকেল সাড়ে ৩টায় চেম্বার কার্যালয়ে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে তাঁর সাথে আয়োজিত মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন বিভাগীয় কমিশনার।
সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও দাবী-দাওয়া আদায়ে কাজ করার পাশাপাশি সিলেটে বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং শিল্প ও পর্যটন খাতের উন্নয়নে কাজ করে থাকে। তিনি বলেন, পর্যটন খাতে সিলেট অঞ্চল অত্যন্ত সম্ভবনাময়। সিলেটের ট্যুরিস্ট স্পটগুলোর অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করা একান্ত প্রয়োজন। তিনি বলেন, ইতোপূর্বে সিলেট চেম্বার বিভাগীয় প্রশাসনের সহযোগিতায় ‘কিপ সিলেট কিন’ কর্মসূচি বাস্তবায়ন করেছে এবং জিন্দাবাজার পয়েন্ট থেকে চৌহাট্টা পয়েন্ট পর্যন্ত রাস্তাকে ‘মডেল রোড’ হিসেবে ঘোষণা করেছে। তিনি এই কর্মসূচির কার্যক্রম অব্যাহত রাখার জন্য বিভাগীয় কমিশনার-কে অনুরোধ জানান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, পরিচালক জিয়াউল হক, মোঃ সাহিদুর রহমান, পিন্টু চক্রবর্তী, মুশফিক জায়গীরদার, এহতেশামুল হক চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, আব্দুর রহমান, চন্দন সাহা, ফালাহ উদ্দিন আলী আহমদ, মোঃ আব্দুর রহমান জামিল, হুমায়ুন আহমেদ, আলহাজ্ব মোঃ আতিক হোসেন, মুজিবুর রহমান মিন্টু, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদিম হাসান খান প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host