ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের টিলাগাঁও-গুদামঘাট বাজার সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়েছে। ৬ কিলোমিটার সড়কের ৩ কিলোমিটার পাকা হলেও বাকী ৩ কিলোমিটার কাচা থাকায় বর্ষাকালে খানা-খন্দক সৃষ্টি হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে অত্রাঞ্চলের ছয়টি গ্রামের প্রায় ১২ হাজার মানুষকে দীর্ঘদিন যাবৎ চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমের আগে সংস্কার করা না হলে রাস্তাটি সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়বে।
কুলাউড়া উপজেলার সড়ক পথে যোগাযোগের একমাত্র রাস্তা হচ্ছে টিলাগাঁও-গুদামঘাট বাজার রাস্তাটি। এ রাস্তা পাকাকরণের জন্য দীর্ঘদিন যাবৎ এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, এমপি ও মন্ত্রীর কাছে বার বার আবেদন নিবেদন করলেও অদ্যাবধি রাস্তাটি পাকা করণ না হওয়ায় জন দুর্ভোগ চরমে পৌছেছে।
দুই যুগ আগে ১৯৯৬ সালে আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী সুলতান মোঃ মনসুর নির্বাচনী জনসভায় কথা দিয়েছিলেন তিনি নির্বাচিত হলে প্রথমে টিলাগাঁও-গুদামঘাট বাজার সড়কটি পাকা করে দিবেন। কিন্তু দুই যুগ পার হয়ে যাওয়ার পরও রহস্য জনক কারণে রাস্তাটি পাকাকরণ হয়নি।
পরবর্তীতে যারা এমপি নির্বাচিত হয়েছেন তারাও কথা দিয়েছিলেন কিন্তু কেউ কথা রাখেননি। শুষ্ক মৌসুমে খানা-খন্দক ইউনিয়ন পরিষদ থেকে সংস্কার করা হলে প্রতিদিন এ রাস্তা দিয়ে অসংখ্য পিক-আপ ভ্যান, সিএনজি, ইজিবাইক ও মোটর সাইকেল চলাচল করতে পারে। কিন্তু বর্ষা মৌসুম শুরু হওয়ার সাথে সাথে রাস্তাটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে এ রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে সবচেয়ে বেশী বিড়ম্বনায় পড়তে হচ্ছে গর্ভবতী মা, কোমলমতি শিশু কিশোর, স্কুল কলেজের শিক্ষার্থীসহ প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষকে। তারা প্রতিদিন পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যে চলাচল করতে হয়।
ভুক্তভোগী এলাকাবাসী তাই বেহাল রাস্তাটি দ্রæতই পাকাকরণের জোর দাবী জানান।
বর্ষা মৌসুমে রাস্তা খারাপ থাকায় বিশেষ প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ বাড়ী থেকে বের হন না। বেহাল রাস্তার কারণে কৃষকরা যেমন তাদের উৎপাদিত ফসল ঠিক মত ঘরে তুলতে পারে না, অপর দিকে বাজার জাত করতে না পারায় উৎপাদিত ফসলের ন্যায়্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে।
উপাধ্যক্ষ মোঃ জামাল উদ্দিনের অভিযোগ, নির্বাচন আসলেই প্রার্থীরা এ রাস্ত পাকা করে দেয়ার প্রতশ্রæতি দেয়। নির্বাচিত হওয়ার পর তারা বেমালুম প্রতিশ্রæতির কথা ভুলে যায়। সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজ উদ্দিন আহমদ দুলাল ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্ষায় রাস্তার বেহাল দশার কারণে শিক্ষার্থীরা সময়মতো স্কুল কলেজে যেতে পারে না।
টিলাগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মালিক বলেন, এটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ রাস্তা। রাস্তাটি পাকা করণের জন্য আমি বার বার উপজেলা সমন্বয় সভায় দাবী জানিয়ে আসছি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host