কমলগঞ্জে বজ্রপাতে দুই বোনের মৃত্যু

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০১৯

কমলগঞ্জে বজ্রপাতে দুই বোনের মৃত্যু

মৌলভীবাজার সংবাদদাতা
মৌলভীবাজারের কমলগঞ্জের ধমকা বাতাসের সাথে সৃষ্ট বজ্রপাতে দুই বোনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টায় পতনউষার ইউনিয়নের পতনউষার গ্রামে এ ঘটনাটি ঘটছে।

জানা যায়, পতনউষার গ্রামের দরিদ জুনেদ মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (৯) ও মুন্নী আক্তার (৫) এই দুই সহোদরা বাড়ির আঙ্গিনায় খেলছিল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই সদিয়া আক্তার নামের এক বোন মারা যায়। আর ছোট বোন মুন্নী আক্তারকে আহতাবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয়।

মৃত দুই বোনই মাদ্রাসার ছাত্রী ছিল। স্থানীয় সূত্রে আরও জানা যায়, ঘটনার সময় চার শিশু খেলছিল দুই শিশু মারা গেলেও একই বাড়ীর আখলুছ মিয়ার মেয়ে নাহিদা বেগম (৬) ও তানিয়া বেগম (৪) আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পতনউষার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারায়ন মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর