ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৯
কুলাউড়া সংবাদদাতা
নুসরাত জাহান রাফি হত্যার ঘটনার দ্রæত বিচারের দাবিতে, সারাদেশে চলমান যৌন নিপীড়ন, নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন ও সভা করেছে উদীচী শিল্পীগোষ্ঠী, কুলাউড়া উপজেলা শাখা।
মানববন্ধনে উপস্থিত বক্তারা নুসরাত হত্যার পরিকল্পনাকারী মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা-সহ সব আসামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। যৌন নিপীড়নকারীদের দ্রæত বিচারের আওতায় আনা হলে এবং যথাযথ শাস্তির ব্যবস্থা করা হলে এই সকল ঘটনা ঘটবে না বলে দাবী করেছেন বক্তারা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ঘটিকার দিকে কুলাউড়া পৌর শহরের চৌমুহনী এলাকায় এই মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন একাত্মতা প্রকাশ করে উপস্থিত হয়। মানববন্ধনে গণ শনিবার জুড়িতে সাংবাদিক কল্যাণ প্রসূন চম্পু’র ওপর সন্ত্রাসী হামলারও প্রতিবাদ জানানো হয়।
এদিকে উদীচী শিল্পীগোষ্ঠী কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমনের সঞ্চালনায় এবং উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা শাখার সহ সভাপতি বিপুল চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন ড. রজত কান্তি ভট্টাচার্য্য, কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, মৌলভীবাজার জেলা কামিউনিস্ট পার্টির সাবেক সভাপতি খন্দকার লুৎফুর রহমান, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, সমাজসেবক বিশিষ্ট রাজনিতিবিদ এনামুল ইসলাম, মাহবুব করিম মিন্টু, আব্দুল গাফফার কাইছুল, শফিক মিয়া, সৈয়দ মোশারফ আলী, জাসদ ছাত্রলীগের কেন্দ্রিয় নেতা জাকির হোসেন খান, সুজিত দে, প্রথম আলো বন্ধুসভার সভাপতি নাজমুল বারী সোহেল, উদীচী শিল্পীগোষ্ঠী, কুলাউড়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নান্টু দাস, নির্বাহী সদস্য সাংবাদিক শাকির আহমদ, প্রভাষক খালিক উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ সুবেল, খেলাঘরের সাধারণ সম্পাদক জয় সেন।
মানববন্ধনে একাত্মতা পোষণ করে সিপিবি, জাসদ, জাসদ ছাত্রলীগ সামাজিক সংগঠন লালসূর্য খেলাঘর, প্রথম আলো বন্ধুসভা, প্লাটুন টুয়েলভ-সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host