ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
মেয়াদোত্তীর্ণ ও উচ্চ মূল্যে ওষুধ বিক্রির দায়ে নগরের সোবহানীঘাট এলাকার সিলেট মা ও শিশু হাসপাতালকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে র্যাব-৯ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সরবরাহ ও ক্রয়কৃত মূল্যের ১০ গুণ বেশি দামে বিক্রি করার দায়ে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)-৯’র অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের একটি আভিযানিক দল এএসপি ওবাইনের নেতৃত্বে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুল্লাহ এর সমন্বয়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। এসময় মা ও শিশু হাসপাতালকে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে ওষুধ বিক্রি করার অপরাধে ৫০হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানায় আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host