ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, মে ১৬, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
সিলেটের জৈন্তাপুরে এক যুবকের মৃতদেহ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে ওই যুবককে হত্যা করা হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। বৃহস্পতিবার গাছের ডালে ঝুলন্ত লাশটি উদ্ধার করে জৈন্তাপুর থানা পুলিশ।
উদ্ধার হওয়া যুবকের নাম সেলিম আহমদ(২৫)। তিনি জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়খেল দক্ষিণ গ্রামের মো. ইলিয়াছ মিয়ার ছেলে।
পারিবারিক সূত্র জানায়, গত বুধবার ইফতারির পর বাড়ি থেকে বের হয় সেলিম। এরপর তিনি আর বাড়ি ফিরেন নি। বৃহস্পতিবার সকালে বাড়ির একটি গাছের ডালের সাথে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়া হয়। সেলিম আহমদ বিবাহিত এবং মাত্র ৬ মাস আগে তিনি বিয়ে করেছেন বলে তার পরিবার জানায়।
সেলিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে অভিযোগ করে তার চাচা মো. রইছ আলী বলেন, পূর্ব শত্রæতার জেরে সেলিমকে খুন করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
জৈন্তাপুর থানার ওসি খান মো. মইনুল জাকির বলেন- লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host