শ্রীমঙ্গলে ইয়াবাসহ আটক ২

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, মে ১৮, ২০১৯

শ্রীমঙ্গলে ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সংবাদ সূত্র জানায়, শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার খেঁজুরীছড়া এলাকা থেকে রুবেল মিয়া (২৭) নামের মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

অপরদিকে শুক্রবার সন্ধ্যায় শহরের মৌলভীবাজর রোড থেকে রুবেল মিয়া (২৫) নামের আরেক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

আটককৃত রুবেল কলেজ রোডের গিয়াস মিয়ার বাসার ভাড়াটিয়া আব্দুল মালিকের পুত্র এবং রুবেল(২৫) আলিশারকুল এলাকার মৃত ফারুক মিয়ার পুত্র।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক মাদক ব্যবসায়ীদের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল তিনটার দিকে খেঁজুরীছড়া চা বাগানের নাচ ঘরের সামনে থেকে ৩০পিছ ইয়াবাসহ রুবেলকে আটক করা হয়।

অন্যদিকে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে শহরের মৌলভীবাজার রোডস্থ স্বপন দেবের মার্কেটের সামনে থেকে রুবেলকে ১৫পিছ ইয়াবাসহ আটক করা হয়।

তাদেরকে নামে মাদক আইনে মামলা করা হয়েছে এবং উভয় রুবেল মিয়াই পেশাদার মাদক ব্যবসায়ী বলেও তিনি জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর