ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, মে ১৮, ২০১৯
মৌলভীবাজার সংবাদদাতা
সারাদেশে অব্যাহত শিশু ও নারী নির্যাতন, ধর্ষণ এবং মৌলভীবাজারের তিন কলেজছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদ।
শনিবার (১৮ মে) দুপুরে শহরের চৌমোহনা চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুবিনয় রায় শুভ। পিনাক দেবনাথের সঞ্চালনায় এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
তাদের সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলীমেষ ঘোষ বলু, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জয়েস।
এ সময় বক্তারা বলেন, দেশে এমন এক সংস্কৃতি তৈরি হয়েছে যে, প্রতিবাদ ছাড়া প্রশাসন কোনো ঘটনায় গুরুত্ব দেয় না। এসব কারণে নারী ও শিশু নির্যাতন আশঙ্কাজনকভাবে বেড়েছে। প্রতিবাদ ছাড়া এসব ক্ষেত্রে এখন আইনি সুরক্ষা পাওয়া মুশকিল।
সকল নারী ও শিশু নির্যাতনকারীর দ্রæত বিচার ও শাস্তি নিশ্চিত করার আহবান জানান বক্তারা।
প্রসঙ্গত, ১৩ মে শহরতলীর সোনাপুর এলাকায় মৌলভীবাজার সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজের তিন ছাত্রীকে লাঞ্চিত করে কয়েকজন বখাটে। পরে মূল অভিযুক্ত নাভেদসহ ৭ জনের নামে থানায় মামলা হয়। প্রধান আসামি নাভেদসহ ৪ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host