ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, মে ১৯, ২০১৯
ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের মেধাবী ছাত্রী গৃহবধূ হেলেনা আক্তার হেনাকে তার শ্বশুর বাড়িতে পরিকল্পিতভাবে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জৈন্তাপুর উপজেলাবাসীর উদ্যোগে রোবাবর দুপুরে বাজার পয়েন্টে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নিহত হেলেনা আক্তার হেনার পিতা আমির হোসেন মেয়ে হত্যার সুষ্ঠ বিচার দাবি করেন। সষ্ঠ তদন্তের মাধ্যমে অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি, অন্যতায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
শ্রমিকনেতা মুমিনুল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- আব্দুর রহিম মেম্বার, জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আহাদ, সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, শ্রমিকনেতা আব্দুর রহমান, মুজিবুর রহমান, আক্কাস মিয়া, আরব আলী, জেলা ছাত্রদল নেতা সাব্বির আহমদ, আব্দুর রহমান প্রমুখ।
মানববন্ধনে জৈন্তা উপজেলা অটো বাইক শ্রমিক, বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক, রিক্সা শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host