কমলগঞ্জের শমশেরনগরে অপরিপক্ক নবজাতক উদ্ধার

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, মে ২২, ২০১৯

কমলগঞ্জের শমশেরনগরে অপরিপক্ক নবজাতক উদ্ধার

কমলগঞ্জ সংবাদদাতা
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর বিমানবন্দর এলাকায় রাস্তার পাশে প্রায় ৮ মাস বয়সী অপরিপক্ক এক নবজাতক পাওয়া গেছে। (২১ মে) মঙ্গলবার ভোরে শমশেরনগর-পীরেরবাজার রাস্তার পাশ থেকে নবজাতকটি উদ্ধার করা হয়। বর্তমানে নবজাতকটি মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

জানা যায়, কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের মজমপুর গ্রামের কয়েকজন মাছের পোনা ব্যবসায়ী মঙ্গলবার ভোরে শমশেরনগর যাচ্ছিলেন। ভোর ৬টার দিকে তারা শমশেরনগর বিমানবন্দর এলাকায় পীরের বাজারমুখী রাস্তার পাশে এক নবজাতককে পড়ে থাকতে দেখেন।

সাথে সাথে তারা নবজাতকটিকে উদ্ধার করে মজমপুর গ্রামের মনু মিয়ার স্ত্রী দিলোয়ারা বেগমের নিকট সমঝিয়ে দেন। দিলোয়ারা বেগম দুপুর সাড়ে ১২টার দিকে নবজাতককে নিয়ে কমলগঞ্জ হাসপাতালে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নবজাতককে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে নবজাতকটি মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর